কতটা ভালবাসি তোমায় –জোবায়ের আহমেদ নবীন একদিন যদি খুব সকালে তোমার ঘুম ভাঙে জানালাটা খুলে দিও, দেখবে দখিনা বাতাস হয়ে তোমার হৃদয়ে শিহরণ জাগাবো আমি, তোমার এলোমেলো চুলে ঢেউ তুলে উতলা করবো তোমায়। একদিন যদি ক্লান্ত দুপুরে ঘুমুতে ইচ্ছে করে তবে, বিছানায় মাথা রেখো বাতাসের শব্দে স্বপ্নীল সুরে ঘুম পাড়াবো তোমায়। একদিন, একদিন যদি সোনালী…