কতটা ভালবাসি তোমায়
–জোবায়ের আহমেদ নবীন
একদিন যদি খুব সকালে তোমার ঘুম ভাঙে
জানালাটা খুলে দিও, দেখবে দখিনা বাতাস হয়ে
তোমার হৃদয়ে শিহরণ জাগাবো আমি,
তোমার এলোমেলো চুলে ঢেউ তুলে উতলা করবো তোমায়।
একদিন যদি ক্লান্ত দুপুরে ঘুমুতে ইচ্ছে করে
তবে, বিছানায় মাথা রেখো
বাতাসের শব্দে স্বপ্নীল সুরে ঘুম পাড়াবো তোমায়।
একদিন, একদিন যদি সোনালী বিকেলের মিষ্টি রোদে
আকাশের নীলিমা দেখতে ইচ্ছে করে, তবে আমার,
আমার চোখের আকাশে তাকিয়ে দেখো কতটা ভালবাসি তোমায়।
কোন একদিন যদি নিঝুম নির্ঘুম রাতে
আমায় মনে পড়ে, তবে বুঝে নিও
কতটা ভালবাসি তোমায়।