নতুন চাঁদ -জোবায়ের আহমেদ নবীন হৃদয়ের চোরাগলিতে জেগেছে অচেনা ঢেউ জীবনের পোড়াগন্ধ ফিকে হয়ে আসছে, ভালোবাসার অচীন মোহে কল্পনাপ্রশ্রয়ী মনে বেজে ওঠে নিশুতি ঘুঙুর। আজকাল অল্পবয়সী ছেলে-ছোকরাদের মতো জলার ধার ঘেঁষে দাঁড়িয়ে গল্প করতে ভালো লাগে, ভালোলাগার তীব্রতায় ছোট্ট খুনসুটিও হৃদয়ে গভীর ছাঁপ ফেলে। রাত গড়িয়ে যখন ভোর হয় অব্যক্ত ভাষার ব্যঞ্জণায় ঠোঁট নড়ে ওঠে,…