নতুন চাঁদ
-জোবায়ের আহমেদ নবীন
হৃদয়ের চোরাগলিতে জেগেছে অচেনা ঢেউ
জীবনের পোড়াগন্ধ ফিকে হয়ে আসছে,
ভালোবাসার অচীন মোহে কল্পনাপ্রশ্রয়ী মনে
বেজে ওঠে নিশুতি ঘুঙুর।
আজকাল অল্পবয়সী ছেলে-ছোকরাদের মতো
জলার ধার ঘেঁষে দাঁড়িয়ে গল্প করতে ভালো লাগে,
ভালোলাগার তীব্রতায় ছোট্ট খুনসুটিও
হৃদয়ে গভীর ছাঁপ ফেলে।
রাত গড়িয়ে যখন ভোর হয়
অব্যক্ত ভাষার ব্যঞ্জণায় ঠোঁট নড়ে ওঠে,
মন পাঠশালার বড় কাঁচা ছাত্র আমি
জীবনের হিসাব মেলানো
অতো সহজ নয় আমার কাছে।
তবুও..
বেলা-অবেলায় পোষা দুঃখগুলো
উড়িয়ে দেই লাল পাহাড়ের দেশে,
কল্পপুঁথির পুষ্পঘ্রাণে বিষণ্ন নগরীর মাঝে
আলোর ঝলকানি ফিরে আসে।
সেই সময় জীবনাংকের সমীকরণ মেলাতে
ধ্যানমগ্ন ঋষির মতো নিশ্চুপ আমি…
নিকশ কালো অন্ধকারের মাঝে
হৃদয়াকাশে ওঠে নতুন চাঁদ।
সন্ধ্যা: ৬ টা, ৬ মে ২০২০ইং
ঢাকা, বাংলাদেশ