হারিয়ে গেছি তোমার মাঝে…
-জোবায়ের আহমেদ নবীন
একরাশ নক্ষত্রের আশ্রয়স্থল
ওই গ্যালাক্সির মতো উজ্জ্বলতা আছে
তোমার শান্ত চোখে,
তোমার ঠোঁট চেপে থাকা হাসিতে
আছে মুগ্ধতার ছোঁয়া।
তোমার চুলের বানে ভেসে যাই আমি
গলার স্বরে ভাসে অচীন সুর,
অপরূপ মাধুর্যে আচ্ছন্ন হয়
অনাদিকালের প্রেমের দেবতা।
তোমার আলতারাঙা পায়ে বাজে
নূপুরের রিনিক-ঝিনিক,
নিটোল পায়ে এগিয়ে আসো
আমার দিকে।
তোমার ভালোবাসার টানে
নিজেকেও অচেনা মনে হয়,
মনে হয় হারিয়ে গেছি
আমি তোমার মাঝে।