মনে পড়ে কি?
-জোবায়ের আহমেদ নবীন
শীতের শেষে বসন্তের জন্য
প্রকৃতির অনন্ত অপেক্ষা,
পাতা ঝড়া শুকনো ডালে
নবজীবনের শিহরণ।
নির্জীব প্রাণে জাগে আনন্দ ধ্বনি
এই বুঝি বসন্ত এলো,
অপেক্ষার এমন আয়েশি বিকেলে
পাশাপাশি বসে তুমি আর আমি।
আমার কাঁধে পরম নির্ভরতায়
রেখেছো তোমার মাথা,
হাতে রেখে হাত প্রশান্তিময় সময়;
যেন ভালোবাসায় ছুঁয়ে থাকা।
এমন শুস্ক বিকেলেও
একপশলা হিমেল হাওয়ায়
তোমার ওড়না ওড়ে,
যেন দ্বিগ্বিজয়ী বীরের লাল ঝাণ্ডা।
আমার মনের আকাশেও
ঠিক এমন করেই
বিজয় নিশান উড়িয়েছো তুমি,
সেদিনের কথা মনে পড়ে কি?
যেদিন কাঁপা ঠোটে প্রথম বলেছিলে
ভালোবাসো আমায়।