ব্লিডিং হার্ট
-জোবায়ের আহমেদ নবীন
তুমি কি অনিন্দ্য সুন্দর ‘ব্লিডিং হার্ট’ দেখেছো?
পশ্চিম আফ্রিকা থেকে উঠে এসে
সারা দুনিয়ায়
ভালোবাসার প্রতীক হয়ে ছড়িয়ে পড়েছে।
শীতল আবহাওয়ার এই ফুলটি দেখলেই
বেদনার নীল আকাশ থেকে
একরাশ প্রশান্তি নেমে এসে;
ভর করে আমার উজবুক হৃদয়ে,
ঠিক যেমনটি তোমার চোখে চোখ রাখার পরে
অনুভুত হয়েছিল আমার।
কোন ফুলের নাম এতো সুন্দর হতে পারে
আমার জানা ছিল না!
‘ব্লিডিং হার্ট’; যাকে বলা যায় রক্তিম হৃদয়
বা হৃদয়ে রক্তক্ষরণ! দারুণ না নামটা?
তোমাকে ছাড়া আমার হৃদয়ের অবস্থাও
এই ফুলটির মতো…!
দেখলে সবাই ভাবে আমি ঠিকঠাক আছি,
অথচ…
প্রতিনিয়তই হচ্ছে.. হৃদয়ে রক্তক্ষরণ।