চুম্বনে এঁকে দাও অমরত্ব ঠোঁটে
-জোবায়ের আহমেদ নবীন
দিগন্তজয়ী বীর আমি হতে চাই না
চাই না হতে ভীরু কাপুরুষ,
তোমার কান্না হবো না বলেই
নিজেকে আড়াল করেছি।
তোমার ঠোঁটের কোণে স্নিগ্ধ
হাসির জন্যে অপেক্ষা করেছি
বছরের পর বছর।
শুধু তোমায় পাবো বলে
দিগন্ত থেকে দিগন্তে হেঁটেছি
শতাব্দীর পর শতাব্দী।
ভেনিস নগরী আমি দেখিনি
দেখেছি তোমার এলো চুল,
তোমার চোখের সমুদ্রে নিঃশব্দে
ডুব দিয়েছি বারংবার।
তোমায় ভালোবাসি বলেই
হাজার বছর বাঁচতে চাই,
কাছে এসো…
চুম্বনে এঁকে দাও অমরত্ব ঠোঁটে।