একগুচ্ছ ভালোবাসা
–জোবায়ের আহমেদ নবীন
মনের আকাশে যখন
হাজার হাজার ফানুস ওড়ে,
তখন আমার চোখের আকাশে
উধাও হয় ঘুম!
.
হৃদয়বাগানে করেছি চাষ সহস্র ফুলের
রাত জেগে গুনছি মাশুল নিজের ভুলের!
.
রাতের আকাশের পানে তাকিয়ে
অবাক বিস্ময়ে মিল্কিওয়ে দেখি,
তুমিহীনা রাত ভীষণ কঠিন
আমার কি হলো একি?
.
সব ক্লান্তির অবসরে
যদি পাশে থাকো তুমি,
গহীন কালো বনের মাঝেও
আলো দেখি আমি!
.
নিঝুম অন্ধকারে জোনাকিরা জ্বলে
আশার প্রদীপ হয়ে জ্বলো তুমিও,
তোমার আলােতেই আলোকিত আমি
আমার বুকে মাথা রেখে
রোজ রাতে ঘুমিও!
.
শহরের ছাদে চাঁদ ওঠে
নিয়ম করে রোজ রাতে,
আমার চাঁদতো তুমিই সোনা
থাকোই আমার সাথে!
.
জীবনটা যেন রঙের মেলা
সবকিছুতেই ঘোর,
আমার চাঁদ ঘুমিয়ে পড়
একটু পরেই ভোর!
.
রাত যতো গভীর হয়
বাড়ে ততো নিরবতা,
কেউ জানে না তোমার আমার
ভালোবাসার কথকথা!