তুমিহীনা
-জোবায়ের আহমেদ নবীন
রাতের গভীরতার সঙ্গে পাল্লা দিয়ে
বাড়তে থাকে হৃদয়ের নির্জনতা,
নিশাচরের মতো দ্বিগবিদিক ছুটে বেড়ায়
খাঁচাবন্দী পাখির অশান্ত মন।
এলইডির প্রতাপে হারিয়ে যাচ্ছে
রঙিন শহরের নিয়ন আলো,
আশির দশকের এই আমি
একুশ শতকে এসে পেয়েছি তোমায়।
হৃদয়ের ছিন্নপত্রে লিখেছি তোমার নাম
তুমিহীনা এই পৃথিবী ভীষণ অচেনা।
অথচ…
এখনও বসন্ত আসে;
রক্তিম উল্লাসে মাতে কৃষ্ণচূড়ার ডাল,
তোমার সেই প্রিয় গোধূলীবেলায়
এখনও লজ্জায় লাল হয় পশ্চিমাকাশ।
তোমার শূণ্যতা আমার ধমনীতে
বয়ে চলেছে খড়স্রােতা নদীর মতো,
তুমিহীনা প্রতি মুহূর্ত কাটে
এক অস্থির যন্ত্রণায়।
(দুপুর: ১২ টা, ২৫ জুলাই ২০২০ইং
ঢাকা, বাংলাদেশ)