তুমিহীনা -জোবায়ের আহমেদ নবীন রাতের গভীরতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হৃদয়ের নির্জনতা, নিশাচরের মতো দ্বিগবিদিক ছুটে বেড়ায় খাঁচাবন্দী পাখির অশান্ত মন। এলইডির প্রতাপে হারিয়ে যাচ্ছে রঙিন শহরের নিয়ন আলো, আশির দশকের এই আমি একুশ শতকে এসে পেয়েছি তোমায়। হৃদয়ের ছিন্নপত্রে লিখেছি তোমার নাম তুমিহীনা এই পৃথিবী ভীষণ অচেনা। অথচ… এখনও বসন্ত আসে; রক্তিম উল্লাসে…