চলুক ভালোবাসাবাসি
-জোবায়ের আহমেদ নবীন
ভালোবাসা তুমি সবচেয়ে দামি
আমার জলরঙে আঁকা পুরো আকাশটাই,
সীমান্তজুড়ে গোধূলীর সিঁদুর
চলো হারাই দু’জনে দূর থেকে বহুদূর;
তুমি হবে ঘুড়ি আর আমি নাটাই।
তুমি চন্দনা আর আমি পোড়া ছাই
চলুক ভালোবাসাবাসি চিত্রনাট্য ছাড়াই,
তুমি আমার সকাল আর তুমিই সাঝের সূর
শেষরাতেও তুমি আমার ভালোবাসার রোদ্দুর।
তোমার চোখের নির্লিপ্ত আকাশে
আমি চাই নির্বাসন,
তুমি আমার সীমাহীন প্রশান্তি
ভালোবাসা আজীবন।