তোমার মন খারাপের দিনে
-জোবায়ের আহমেদ নবীন
শান্ত দীঘির পাড়ে উদাস নয়নে
দাঁড়িয়ে ছিলে তুমি;
তোমায় দেখে আনমনে ডাকছিল
নিঃশব্দে উড়ে যাওয়া পাখিরা।
গোধূলীর লাল আভায় যখন
ছেয়ে যায় পশ্চিমাকাশ
তখনও তোমার ছুঁয়ে থাকে
সীমাহীন বিষন্নতা।
তোমার মনে দোলা দিতে
একপশলা হাওয়া বয়ে যায়,
আনমনে উড়তে থাকা চুল
হাত দিয়ে ঠিক করো তুমি।
তোমার মন খারাপের দিনে
আমি নেই পাশে,
এমন করে ভালোবাসো আমায়
ভাবতেই চোখে জল আসে।
ওই দিগন্ত আর জলে
মিলেমিশে একাকার,
ঠিক যেমন করে হয়েছো
তুমি আমার।